নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপ তথা এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব‍্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল) এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনআদালতে আওয়ামী লীগ সমর্থিত ৯৩ আইনজীবীর আত্মসমর্পন, জামিন আবেদন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ব‍্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস জানান, ইনশাআল্লাহ আগামী ২৫ এপ্রিল, ২০২৫ শুক্রবার বিকাল ৩-৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির জন‍্য MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০৬২৭।