অধস্তন আদালতেও কালো কোট-গাউনে ফিরেছেন বিচারক-আইনজীবীরা

গাউন পরা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ও আইনজীবীদের মামলার শুনানির সময় গাউন পরতে হবে। ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে, এখানে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে। তাই গাউন পরতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করতে হবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, এটা (সব আদালতে এসির ব্যবস্থা করা) আমাদের হাম্বল রিকোয়েস্ট টু দ্য অথরিটি (কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ)। কারণ আদালতে নানা ধরনের মানুষ আসেন। যদি বিচার চাইতে এসে গরমে অজ্ঞান হয়ে যান, তাহলে কীভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে গত ২৫ মার্চ বলা হয়, দেশব্যাপী তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

শুনানি চলার সময় বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। তিনি গরমে গাউন না পরার বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা তুলে ধরেন এবং ট্রাইব্যুনালেও সেই নির্দেশনা মানতে হবে কি না, তা জানতে চান। তখন ট্রাইব্যুনাল গাউন পরার নির্দেশনা দেন।