বরগুনায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে গ্রেফতার ১

বরগুনা সদরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে অভিযান পরিচালনা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। এসময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং একজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সরকারি ছুটির দিনে শিশু আদালতের কার্যক্রম পরিচালনায় সতর্ক করলো সুপ্রিম কোর্ট

বিশুদ্ধ খাদ্য আদালত এর ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ কর্তৃক বরগুনা সদরের বিভিন্ন রেস্টুরেন্ট ও দোকানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : এবার দুর্নীতি মামলায় শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসময় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপাদান ব্যবহার করায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য জব্দ করে বিনষ্ট করা হয়।