বিচারকের সিল দিয়ে আইনজীবীর সই, ভুয়া হলফনামা তৈরির কারবার ফাঁস
হলফনামা (প্রতীকী ছবি)

রোববার পার্বত্য তিন জেলায় বন্ধ থাকবে আদালত

আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে আগামী রোববার (১৩ এপ্রিল) পার্বত্য তিন জেলায় অবস্থিত সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রসাশন। জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। ফলে এদিন এই তিন জেলায় বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, আসন্ন চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৭ মার্চ এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়- ছুটিকালীন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এমতাবস্থায় পার্বত্য তিন জেলায় অবস্থিত সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

উল্লেখ্য, ১৩ এপ্রিল চৈত্রের শেষ দিন। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আবার সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি। সবমিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাচ্ছে পার্বত্য তিন জেলার মানুষ।