নোয়াখালী আইনজীবী সমিতিতে ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা, দোকানদারদের সতর্কতা

নোয়াখালী বারে ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা, দোকানদারদের সতর্কতা

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইসরায়েলের বর্বর হামলা, বিশেষ করে রাফা ও গাজা অঞ্চলে চালানো ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সমিতির কার্যকরী কমিটি গত ৮ এপ্রিল এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে যে, সমিতির আওতাধীন দোকানগুলোতে কোনো ধরনের ইসরায়েলি পণ্য বিক্রি করা যাবে না।

সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দোকানদারদেরকে অনুরোধ করা হয়েছে যেন তারা তাদের দোকানে কোনোভাবেই ইসরায়েলি পণ্য বিক্রি না করেন। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আইনজীবী সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে নোয়াখালী আইনজীবী সমিতি ফিলিস্তিনের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর একটি পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে আইনজীবী সমিতির একজন সদস্য বলেন, “আমরা মানবতার পক্ষে, ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যেসব পণ্য ইসরায়েলের অর্থনীতিকে সহায়তা করে, তা বর্জন করাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।”

দোকানদারদের এই নির্দেশনা পালনের আহ্বান জানিয়ে সমিতি একে গণচেতনা তৈরির একটি পদক্ষেপ হিসেবে দেখছে।