অপ্রাপ্ত বয়স্কদের ‘লিভ-ইন’ সম্পর্ক নিয়ে এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
এলাহাবাদ হাইকোর্ট

শার্টের বোতাম খোলা, ভারতে আইনজীবীর ছয় মাসের কারাদণ্ড

শার্টের বোতাম খোলা থাকায় ও বিচারকদের প্রতি অবমাননাকর আচরণের অভিযোগে ভারতের এক আইনজীবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।

মামলাটি ২০২১ সালের আদালত অবমাননার ঘটনায় দায়ের হয়েছিল, এবং সম্প্রতি তার রায় ঘোষণা করেন বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি বি.আর. সিংহের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আইনজীবীর নাম অশোক পাণ্ডে। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে একটি মামলার শুনানিতে নির্ধারিত পেশাদার পোশাক না পরে আদালতে উপস্থিত হন তিনি। এ সময় তার শার্টের একাধিক বোতাম খোলা ছিল।

এমন অবস্থায় আদালতকক্ষ ত্যাগ করার নির্দেশ দিলে তিনি বিচারকদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন এবং তর্কে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে আদালত স্বতঃপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করে।

বিচারপতিদ্বয় রায়ে বলেন, অভিযুক্তের অপরাধের প্রকৃতি এবং অতীতের আচরণ মূল্যায়নের ভিত্তিতে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া জরুরি। কারাদণ্ডের পাশাপাশি অশোক পাণ্ডেকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড কার্যকর হবে।

এছাড়া, আদালত অশোক পাণ্ডেকে আগামী চার সপ্তাহের মধ্যে লখনউ সিজেআইয়ের সামনে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে একটি শোকজ নোটিশ জারি করা হয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে কেন তাঁকে এলাহাবাদ হাই কোর্ট এবং লখনউ বেঞ্চে আইন অনুশীলন থেকে নিষিদ্ধ করা হবে না। অশোক পাণ্ডেকে আগামী ১ মে’র মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।