নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে আজ থেকে

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখ আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র আজ থেকে অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর  ৪টা থেকে আগামী ২৫ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত অনলাইন (http://bar.teletalk.com.bd) অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (www.barcouncil.gov.bd) থেকে প্রার্থীদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে হবে। প্রত্যেকের ডাউনলোডকৃত ছবিযুক্ত স্ব স্ব অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে নিতে হবে।

সফলভাবে যারা পরীক্ষার জন্য অনলাইন আবেদন সম্পন্ন করেছেন তাঁদের সুবিধার্থে প্রত্যেকের মোবাইল নম্বরে (যে নম্বর প্রার্থী নিজের কন্ট্যাক্ট নম্বর হিসেবে অনলাইন আবেদন ফরমে উল্লেখ করেছেন) ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্ষুদে বার্তার (SMS) মাধ্যমে পুনরায় প্রেরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়া রোল নাম্বার অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের তালিকা আগামী ২৩ এপ্রিল বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।