পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য দেওয়া ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ রিটটি দায়ের করেন।

আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আফতাবনগর এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ এই বিষয়ে হাইকোর্টে রুল বিচারাধীন।

গত বছরের ৩ জুন হাইকোর্ট রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন, যা পরবর্তীতে আপিল বিভাগে বহাল থাকে। পরে হাটের ইজারাদার নুরুল ইসলাম ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন।

রিটে বলা হয়, আফতাবনগর একটি আবাসিক এলাকা এবং সেখানে পশুর হাট বসানো জনস্বার্থের পরিপন্থি। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এর আগেও হাইকোর্টে রিট করেন স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন ঢালী।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি, দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তা ছাড়াও মোট নয়জনকে বিবাদী করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(২) ও প্রথম তফসিল অনুযায়ী আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন বলে বিবেচিত।