বরিশাল বিভাগে কর্মরত বিচারকদের সাথে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (এপ্রিল) সকাল ১০.০০ টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে মতবিনিময় সভটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন বরিশাল বিভাগে কর্মরত জেলা সমূহের জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সকল পর্যায়ের বিচারকবৃন্দ।
এ বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক এস, এম, শরিয়ত উল্লাহ জানান, আলোচনায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। সারা দেশের সকল বিচারক এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন দ্রুত সময়ের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।