অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য এ্যাড-হক কমিটি গঠন করলো বিআস
বিইউপি আইন অ্যালামনাই সমিতি

অ্যাডভোকেটশিপ পরীক্ষার জন্য এ্যাড-হক কমিটি গঠন করলো বিআস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আইন অ্যালামনাই সমিতি সংগঠনটির সদস্যদের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবার পথ সুগম করতে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার জন্য “এ্যাসিসটেন্স ফর এ্যাডভোকেটশিপ প্রিপারেশন এ্যাড-হক কমিটি ২০২৫” গঠন করেছে।

আজ রোববার (২৭ এপ্রিল) বিইউপি আইন অ্যালামনাই সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জায়েদ বিন নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গঠিত এ্যাড-হক কমিটির সব সদস্য বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত।

সতেরো সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে গোলামুর রহিমকে। যুগ্ম আহ্বায়কবৃন্দ হলেন- শেখ রাউফুল ইসলাম, মিজানুর রহমান এবং সামিউল হক অর্ণব।

সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমানকে (২য় ব্যাচ)। যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন ইনতিশা তাবাসসুম এবং মো: আল-আয়ান।

এছাড়া সদস্য করা হয়েছে জায়েদ বিন নাসের, মো: সামিউল ইসলাম, সাইফুল ইসলাম জীবন, মো: নাজমুল হোসাইন, অমিত কুমার ভাদুড়ি, আহসানুল ইসলাম বাধন এবং জুয়েল কবিরকে।

একজন টিম লিডার, তিনজন এ্যাসিস্টেন্ট টিম লিডার, একজন টিম কো-অর্ডিনেটর, পাঁচজন এ্যাসিস্টেন্ট টিম কর্ড, একজন মেন্টর এবং ছয়জন এ্যাসিস্টেন্ট মেন্টর রাখা হয়েছে এ্যাড-হক কমিটিতে।

উক্ত এ্যাড-হক কমিটির সদস্যবৃন্দের সাথে পরীক্ষার্থীদের যোগাযোগ মসৃণ ও সুগম করার জন্য সংগঠনটির দপ্তর সম্পাদক মো: সামসুল হক তুষারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে এ্যাড-হক কমিটি কার্যনির্বাহী সংসদের সাথে আলোচনাসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।