নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের শিক্ষার্থীদের আন্দোলনের সময় কথিত ফোনালাপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
রোববার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব এবং রবিউল ইসলাম রবি।
রায় ঘোষণার সময় আমির খসরু আদালতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী, দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব, বাসচাপায় নিহত হন। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খসরুর একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১৮ সালের ৫ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের তৎকালীন পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মো. শামীম আহমেদ।
মামলায় আমির খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ছাত্র আন্দোলনে উসকানির অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।
অবশেষে দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত আজ তাদের খালাসের রায় দেন।