ব্যারিস্টার তুরিন আফরোজ

ব্যারিস্টার তুরিন আফরোজের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘে অভিযোগপত্র

ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকারস বাংলাদেশ ইন ফ্রান্স (JMBF) ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রক্রিয়ার আওতায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে।

জাতিসংঘের আইনজীবী ও বিচারকদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক, নির্যাতন বিষয়ক বিশেষ প্রতিবেদক, এবং ইচ্ছাকৃত আটক বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে গতকাল শনিবার (২৬ এপ্রিল) অভিযোগপত্র পাঠানো হয়।

JMBF জানায়, ব্যারিস্টার আফরোজের বিরুদ্ধে বেআইনি আটক, হেফাজতে নির্যাতন এবং ন্যায্য বিচারপ্রাপ্তির অধিকারের লঙ্ঘনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সংগঠনটি দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

অভিযোগপত্রে উল্লিখিত মূল বিষয়সমূহ

  • বেআইনি আটক ও বন্দিত্ব: ব্যারিস্টার তুরিন আফরোজকে ৭ এপ্রিল ২০২৫ তারিখে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়। দীর্ঘ সময় তাকে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ ছাড়াই আটক রাখা হয়।

  • হেফাজতে নির্যাতন: আটকাবস্থায় পুলিশ সদস্যরা তাকে মারধর, লাথি মারা ও চড়-থাপ্পড়ের মতো শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার করে।

  • তদন্তের অভাব: নির্যাতনের দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও কোনো স্বাধীন তদন্ত শুরু করা হয়নি। বরং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নির্যাতনের অভিযোগ উপেক্ষা করেন।

  • মিথ্যা মামলা: ব্যারিস্টার আফরোজের বিরুদ্ধে অন্তত ১০টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা প্রচেষ্টা, বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ ও শারীরিক হামলার মামলা। অভিযোগগুলো মূলত তার জুলাই মাসের গণঅভ্যুত্থানে ভূমিকার কারণে দায়ের করা হয়।

JMBF-এর দাবি

১. নির্যাতন ও বেআইনি আটক সংক্রান্ত অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
২. নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তা এবং নির্যাতনের অভিযোগ আমলে না নেওয়া বিচারিক কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা।
৩. ব্যারিস্টার আফরোজের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার তাৎক্ষণিক মুক্তি নিশ্চিত করা।

সংগঠনটি জানিয়েছে, জাতিসংঘে এই অভিযোগপত্র দাখিল তাদের মানবাধিকার রক্ষায় চলমান প্রচেষ্টার অংশ। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেছে।