ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাকে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নোটিশদাতা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

এর আগে, গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের এই আইনজীবী সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে একটি নোটিশ পাঠান।

এতে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট ছড়িয়ে পড়া রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

নোটিশে ডা. জাহাঙ্গীর কবির, ডা. তাসনিম জারা ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। পাশাপাশি অশ্লীল ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট ওয়েবসাইট, লিংক ও গেটওয়ে অবিলম্বে ব্লক করার দাবি জানানো হয়।

‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজিদ হোসেন ও নাঈম সরদারের পক্ষে জনস্বার্থে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং পুলিশের মহাপরিদর্শক বরাবর নোটিশটি পাঠানো হয়েছিল।