নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা জজ আদালতে আজ আইনগত সহায়তা দিবস উৎযাপন করা হয়।

সকালে আদালতের সামনে থেকে পায়রা এবং ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন নওগাঁ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম, সরকারি কৌঁসুলি আবু জাইদ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রেজাউল করিম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত ইলিয়াস কবিরসহ আদালতের কর্মকর্তা, কর্মচারী এবং সুধীবৃন্দ।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে আবার আদালতে এসে শেষ হয়।

আরও পড়ুনচাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কৌশুলি মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস ওয়াহিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলাম।

অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, এই দিনে আমরা শপথ করি-কোনো ব্যক্তি যেন অর্থাভাবে বা প্রভাবের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন বলেন, সমাজে শান্তি ও সহাবস্থানের জন্য আপস-মীমাংসা ও আইনি সহায়তা গ্রহণের গুরুত্ব অপরিসীম।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস হোক মানবিকতার জয়ের প্রতীক। সবার জন্য সুবিচার প্রতিষ্ঠার পথে চলুক আমাদের অবিরাম অগ্রযাত্রা। অনুষ্ঠানে আগত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার আরিফুর রহমান।