বিচারকের স্বাক্ষর জাল: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

সিদ্ধেশ্বরীতে নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ

আদালতের স্বপ্রণোদিত মামলা

রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক নারীর ব্যাগ ছিনতাই ও তাঁকে টেনেহিঁচড়ে আহত করার ঘটনায় আদালত স্বপ্রণোদিতভাবে মামলা নিয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন এ সংক্রান্ত আদেশ দেন।

একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে একটি গুরুতর অপরাধের চিত্র উঠে এসেছে। সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এক নারী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ একটি চলন্ত প্রাইভেটকার তাঁর সামনে আসে। গাড়ির জানালা দিয়ে এক ব্যক্তি হাত বাড়িয়ে তাঁর ভ্যানিটি ব্যাগ টান দেন। এ সময় নারীটি মাটিতে পড়ে যান এবং ব্যাগসহ তাঁকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি গুরুতর আঘাত পান।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আশপাশের কয়েকজন ব্যক্তি পরে এগিয়ে আসেন এবং নারীটিকে সাহায্য করেন।

আদালত বলেন, এ ধরনের প্রকাশ্য ও গুরুতর অপরাধ সংঘটিত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। অথচ ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এ অবস্থায় আদালত ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(c) ধারার আওতায় নিজের উদ্যোগে (suo moto) মামলাটি গ্রহণ করেন এবং পিবিআই-এর ঢাকা মহানগরের বিশেষ পুলিশ সুপারকে তদন্ত করে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ এবং ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করবেন বলে আদেশে বলা হয়েছে।

আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।