রেশন ও টিসিবি কার্ড প্রদানে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান
দুর্নীতি দমন কমিশন (দুদক)

ঘুষ না পেয়ে রোগী মারধর, হাসপাতালে দুদকের অভিযান

দুর্নীতি প্রতিরোধে তৎপর দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ সোমবার (১৬ জুন) দেশের তিনটি স্থানে তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সরকারি হাসপাতাল, গৃহায়ন প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ সরেজমিনে যাচাই করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও হয়রানি তদন্ত

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগের ভিত্তিতে আজ (১৬ জুন) দুদক সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, ডায়ালাইসিস এবং মেডিকেল টেস্ট সঠিকভাবে হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

ঘুষ না পেয়ে রোগী মারধর

গত ১৩ জুন এক রোগীকে ওয়ার্ডবয়ের মারধরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানানো হয়।

দুদক টিম সরাসরি ভুক্তভোগী রোগী ও অন্যান্য রোগীদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করে

টিম সংশ্লিষ্ট রেকর্ড পর্যালোচনা শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে ১৮টি ফ্ল্যাট বরাদ্দ: ঢাকায় অভিযান

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মধ্যে অসাধু যোগসাজশে ১৮টি ফ্ল্যাট উৎকোচের মাধ্যমে বরাদ্দ এবং প্রকৃত মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের অভিযোগে আজ দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে অভিযান চালানো হয়।

তথ্য সংগ্রহ ও নথি পর্যালোচনা

  • জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও গৃহায়ন কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করে

  • প্রাথমিকভাবে অভিযোগের সত্যতার প্রমাণ মেলে

টিম আরও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পর কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে আজ সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

সরেজমিন পরিদর্শন ও পরিমাপ

  • ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধের দৈর্ঘ্য, প্রস্থ, স্লোপ পরিমাপ করে দেখা হয় প্রকল্পটি প্রকৌশল নির্দেশনা অনুযায়ী হচ্ছে কিনা

  • স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার নেওয়া হয়

  • রেকর্ডপত্র প্রদানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে

রেকর্ড যাচাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।