বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা গণনায় এমপিওভুক্তির তারিখ নয়, বরং চাকরির প্রথম যোগদানের তারিখ গণনা শুরুর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আজ মঙ্গলবার (১ জুলাই) রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এই বিষয়ে রিট আবেদন করেন মোহাম্মদ রেজাউল করিমসহ দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন প্রভাষক।
আদালতে তাঁদের পক্ষে হাইকোর্টে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
তিনি বলেন, “বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা গণনা করা হয় এমপিওভুক্তির তারিখ থেকে, যা সংবিধানের ২৭ এবং ২৯ অনুচ্ছেদের পরিপন্থী। সব চাকরির ক্ষেত্রেই চাকরির বয়স গণনা হয় প্রথম যোগদানের তারিখ থেকে। কিন্তু এ ক্ষেত্রে ভিন্নতা রাখা হয়েছে।”
আইনজীবী আরও জানান, “এই বৈষম্য শুধু অন্যায্যই নয়, বরং সংবিধান লঙ্ঘনের শামিল। এ রুল শুনানি হলে দীর্ঘদিনের সমস্যা নিরসন হবে বলে আমরা বিশ্বাস করি।”
হাইকোর্ট রুলে জানতে চেয়েছেন, বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরির প্রথম যোগদানের তারিখ থেকে গণনার বিধান করতে কেন নির্দেশ দেওয়া হবে না।
শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এবং এনটিআরসিএ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।