বাংলাদেশ ল অ্যালায়েন্স
বাংলাদেশ ল অ্যালায়েন্স

গোপালগঞ্জ ও কক্সবাজারে সহিংসতার ঘটনায় ল অ্যালায়েন্সের নিন্দা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ল অ্যালায়েন্স।

গত ২০ জুলাই ২০২৫, ল অ্যালায়েন্সের সহ-সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালানো হয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মব ভায়োলেন্স চালায় বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

ঘটনার সময় সন্ত্রাসী গোষ্ঠী গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা চালায় এবং জেলা প্রশাসকের বাসভবনে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় হতভম্ব ও বাকরুদ্ধ হয়েছে বলে জানিয়েছে ল অ্যালায়েন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরে আত্মরক্ষার্থে যৌক্তিক বল প্রয়োগ করেছে। তবে গোয়েন্দা তথ্যের ঘাটতি ও নিরাপত্তায় গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে ল অ্যালায়েন্স।

ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ল অ্যালায়েন্সের মতে, এই মৃত্যুর জন্য দায়ী আওয়ামী লীগের বর্বর হামলা ও জঙ্গি কায়দার মব।

গতকাল ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির সমাবেশে বিএনপি নেতাকর্মীরা ব্যানার ছিঁড়ে ফেলে, ফেস্টুন ভাঙচুর করে এবং এলাকাজুড়ে মহড়া দেয় বলে অভিযোগ করেছে ল অ্যালায়েন্স।

চট্টগ্রামের বাঁশখালিতেও এনসিপির স্থানীয় সংগঠক ও জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ তুলেছে তারা।

ল অ্যালায়েন্স বলছে,

“রাজনীতিতে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জরুরি। রাজনৈতিক সহাবস্থান ও নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি গঠনের সময় এসেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও ন্যায্য আইনের প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু বিচার চায় তারা। দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, বাস্তবসম্মত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।