ইউনিয়ন ভূমি অফিসে ৩ বছর হলেই বদলি
ভূমি মন্ত্রণালয়

সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন নিয়ে নীতিমালা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) “সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়নের নিমিত্ত প্রস্তাবিত খসড়া নীতিমালা” প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি)-দের পদায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে:

  • নিজ জেলা বা স্বামী/স্ত্রীর জেলায় পদায়ন নয়: কোনো কর্মকর্তাকে নিজ জেলা বা তার স্বামী/স্ত্রীর জেলায় পদায়ন করা হবে না।

  • প্রথম পদায়নে মহানগরে নয়: ভূমি অফিসের কাজের পরিমাণ ও জটিলতা বিবেচনায় প্রথম পদায়ন জেলা সদর ও মহানগর এলাকায় না দিয়ে প্রাথমিকভাবে মফস্বলে পদায়ন করা হবে। পরে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে মহানগরীতে বা বড় কর্মস্থলে পদায়নের সুযোগ থাকবে।

  • গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত অঞ্চলে অগ্রাধিকার: ভূমি অধিগ্রহণ, হুকুমদখল, সায়রাত মহাল ও রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এলাকায় দক্ষ কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হবে। অর্থনৈতিক অঞ্চল, বেজা বা বিশেষ অর্থনৈতিক এলাকাকেও অগ্রাধিকার দেওয়া হবে।

  • মহানগরীর শূন্য পদ দ্রুত পূরণ: রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি)-এর মহানগরীর শূন্য পদ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে।

  • দূরবর্তী উপজেলায় একক দায়িত্ব: দুর্গম ও ভৌগলিকভাবে বিচ্ছিন্ন উপজেলা যেখানে জনবল সংকট রয়েছে, সেখানে এককভাবে দায়িত্ব প্রদান করা হবে।

  • স্বামী-স্ত্রী একই জেলায় পদায়নের সুযোগ: নীতিমালায় স্বামী-স্ত্রীর কর্মস্থল একই জেলায় রাখার বিষয়ে সদিচ্ছা প্রকাশ করা হয়েছে, যদি পরিস্থিতি অনুযায়ী তা সম্ভব হয়।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রস্তাবিত খসড়া নীতিমালাটি আরও বিস্তারিত পর্যালোচনা শেষে চূড়ান্ত করা হবে।