মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বার কাউন্সিলের শোক প্রস্তাব ও দোয়া
মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বার কাউন্সিলের শোক প্রস্তাব ও দোয়া

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বার কাউন্সিলের শোক প্রস্তাব ও দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বুধবার (২৩ জুলাই) এক শোক প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

একই সঙ্গে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বার কাউন্সিলের এই সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

সভায় আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোঃ রুহুল কুদ্দুস (কাজল), হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট এ.এম. মাহবুব উদ্দিন খোকন, হাউজ কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আব্দুল্লাহ-আল-মামুন, ল’ রিফর্ম কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী এনায়েত হোসেন, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ মাইনুল আহসান, রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিন এবং বার কাউন্সিলের সদস্য সিনিয়র এডভোকেট শাহ মোঃ খসরুজ্জামান, এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও এডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।

সভায় বার কাউন্সিলের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আইনজীবী সমাজের পক্ষ থেকে মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হয়।