সাবেক আপিল বিভাগ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিপুল সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ জুলাই) দুদকের উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে একটি কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর কাছে এক আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
চিঠিতে বিচারপতি মানিকের নামে বরাদ্দ হওয়া জমি, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লটসহ যাবতীয় সম্পদের নথিপত্র চাওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ রয়েছে—আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল কাগজপত্র তৈরি করে রাজধানীর প্রায় পাঁচ একর জমি নিজের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করেন মানিক।
পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে নির্মাণ করেন সাতটি বহুতল ভবন। এসব ভবনের বাজারমূল্য বর্তমানে প্রায় ৯০০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া এবং বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে বিলাসবহুল বাড়ি কেনার।
দুদকের এই অনুসন্ধান দেশের বিচারব্যবস্থায় শুদ্ধি প্রক্রিয়ার অংশ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।