আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযান চালানোর দায়ে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসকসহ চার কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ গত রোববার (২৭ জুলাই) দুপুরে তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।
আদালত এ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস জানান, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার (খোয়াই মুখ) এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদের মালিকানাধীন জমিতে ঘর ভেঙে উচ্ছেদ করে দখলে নেয়।
এ ঘটনার পর ২০০৮ সালের ১০ আগস্ট আব্দুল হামিদ ১৪ জনকে আসামি করে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন।
১৭ বছর পর মামলার রায় ঘোষণা হলো।
রায়ে আদালত বাদী আব্দুল হামিদকে তার জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এই নির্দেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং আগামী ২১ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।