স্থায়ী নিয়োগ পাচ্ছেন হাইকোর্টের ৯ বিচারপতি, শপথ বিকেলে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ.লীগ নেতা মোবারক খালাস

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন।

আরও পড়ুনবর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাওয়া যাবে : আইন উপদেষ্টা

মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সদস্য হিসেবে তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছিল।

সেই রায়ে একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

পরে মোবারক হোসেন রায়ের বিরুদ্ধে আপিল করেন।

২০২৫ সালের ৮ জুলাই থেকে আপিল শুনানি শুরু হয় এবং আজ তা শেষ করে তাকে খালাস দেয়া হয়।