অবসরে পাঠানো বিচারক বিকাশ কুমার সাহা
অবসরে পাঠানো বিচারক বিকাশ কুমার সাহা

অবসরে পাঠানো বিচারক বিকাশ সাহা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তাধীন অবসরে পাঠানো বিচারক বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব গত সোমবার (৪ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে বলেন, বিকাশ ও তার স্ত্রী ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত। তারা তাদের ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ গড়েছেন।

এছাড়া, নির্ভরযোগ্য সূত্রে দুদক জানতে পারে, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। এতে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আদেশে বিচারক নির্দেশ দেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক (অভিবাসন) বরাবর আদেশের একটি অনুলিপি পাঠাতে হবে।

এর আগে গত ১০ জুলাই আইন মন্ত্রণালয় বিকাশ কুমার সাহাসহ ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেয়।

তবে তিনি এরও আগে, ১০ মার্চ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে ১০ এপ্রিল থেকে স্বেচ্ছা অবসরের আবেদন করেছিলেন।

এদিকে একই দিনে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তদন্তের প্রেক্ষিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়।