জয়পুরহাটের আক্কেলপুরে মিথ্যা যৌতুক মামলা দায়ের করায় নুদার সুলতানা লিজা নামে এক নারীকে সাজা দিয়েছেন আদালত।
মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আরিফুল।
আদালত সূত্রে জানা যায়, সি আর ৩৮/২১ মামলায় বাদী নুদার সুলতানা লিজা অভিযোগ করেছিলেন, তার স্বামী মাহফুজুর রহমান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে বাড়ি থেকে বের করে দেন এবং পরবর্তীতে সালিশ বৈঠকেও একই দাবি তোলেন।
তবে সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, আসামী স্ত্রীকে নিতে এডিএম কোর্টে ১০০ ধারায় মামলা করেছিলেন এবং লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আপসের জন্য নোটিশ দিয়েছিলেন। বাদী স্বেচ্ছায় পিতার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন এবং আপস বৈঠকে অংশ নেননি।
বাদীর পিতাও জেরায় স্বীকার করেন, মামলার ঘটনাটি আসামী তালাক দেওয়ার পর সাজানো হয়েছিল। আদালত সমস্ত প্রমাণ পর্যালোচনা করে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামীকে খালাস দেন এবং বাদীকে উপরোক্ত সাজা প্রদান করেন।