বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেন শাওনকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল কনসালটেন্ট (অবৈতনিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মোঃ আজিজুল হক স্বাক্ষরিত তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি মন্ত্রণালয়ের গৃহীত সংস্কার কার্যক্রম, বিশেষ করে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে সহযোগিতা করবেন।
তাঁর নিয়োগ যোগদানের তারিখ থেকে ৬ মাস মেয়াদে কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।