আদালতবিমুখ আওয়ামী লীগ সমর্থিত শীর্ষ আইনজীবী নেতারা
আইনজীবী (প্রতীকী ছবি)

ঢাকার আদালতে নতুন ৯ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

ঢাকা জেলার বিভিন্ন আদালতে নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) উপসলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মারুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রেজিয়া বেগমকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে এবং মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর সহকারী পাবলিক প্রসিকিউটর মোঃ আলমগীর খানকে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা আদালতে নতুন করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে ১৪ অক্টোবর ২০২৪ তারিখে রেজিয়া বেগম ও মোঃ আলমগীর খানের পূর্ববর্তী নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।

নতুন আইন কর্মকর্তাদের তালিকা-

  • মোঃ সানাউল্লাহ, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, জেলা জজ আদালত

  • রেজিয়া বেগম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত

  • মোঃ আবুল কাসেম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত

  • ওমর ফারুক, সহকারী পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত
  • মোঃ শফিক মিয়া তালুকদার, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৪)

  • এইচ এম মাসুম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত

  • মোঃ আলমগীর খান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত

  • জকিয়া সুলতানা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত
  • মোহাম্মদ নাহিদুল, সহকারী পাবলিক প্রসিকিউটর, মহানগর দায়রা জজ আদালত

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।