বরগুনা জেলার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগের হেল্পলাইন চালু হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের উদ্যোগে এ হেল্পলাইন উদ্বোধন করা হয়।
বিচারপ্রার্থী সাধারণ মানুষের হয়রানি রোধ এবং দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ সহকারী মো: কামাল হোসেন জানান, একটি বাটন হ্যান্ডসেট ও টেলিটক সিম ক্রয় করে ০১৫৪০৫৮৪৫৬৯ নম্বরে হেল্পলাইন কার্যক্রম শুরু হয়েছে। অফিস সময়ের মধ্যে এ নম্বরে ফোন করে আদালতের সেবা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।
এছাড়া আদালতে কোর্ট ফি ব্যতীত সকল প্রকার নগদ লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরাসরি সামারি ট্রায়াল করবেন বলেও জানানো হয়।