সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনসহ সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।
সুপ্রীম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আজ বুধবার ( ১৩ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের কাছে এ আবেদন জানান।
আবেদনে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান জানান, গত ১২ আগস্ট ২০২৫ তারিখে জাতীয় দৈনিক ইত্তেফাক, রুপান্তর ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “সাদাপাথর পর্যটন স্পট ধ্বংসের পথে” এবং “সাদাপাথর লুটপাট” শিরোনামের সংবাদগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে হাজার কোটি টাকার সরকারি সম্পদ লুটপাট করে দেশের পর্যটন শিল্পে মারাত্মক ক্ষতি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন ও তার সংশ্লিষ্টরা এ লুটপাটের মূল ষড়যন্ত্রকারী। এ কারণে পর্যটন কেন্দ্রটির অবস্থা সংকটময় ও ধ্বংসের পথে।
আবেদনে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান দুর্নীতি দমন কমিশনকে দ্রুত ও সাবলীল তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।