ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এল.এল.বি (অনার্স) ও এল.এল.এম (চলমান) শিক্ষার্থী মোঃ শাহাদাত হোসেন বার কাউন্সিলের কাছে আসন্ন এনরোলমেন্ট এমসিকিউ (প্রিলি) পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের জন্য আবেদন করেছেন। তিনি ও তার সহপাঠীরা জানিয়েছেন যে, বর্তমান পরীক্ষার তারিখে তাদের পিউপিলেজ ডিউরেশন সম্পূর্ণ হবে না, ফলে পরীক্ষা দিতে পারবে না।
শাহাদাত হোসেনের খোলাচিঠি হুবহু তুলে ধরা হল-
শ্রদ্ধেয়,
ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল স্যার
চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি
বাংলাদেশ বার কাউন্সিলশ্রদ্ধেয়,
বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম স্যার
চেয়ারম্যান, এনরোলমেন্ট কমিটি
বাংলাদেশ বার কাউন্সিলবিষয়ঃ বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট (এমসিকিউ) পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা করবার আবেদন
নিঃসীম শ্রদ্ধার নিমিত্তে আপনাদের সমীপে নিবেদন করছি—
আমি মোঃ শাহাদাত হোসেন, এল.এল.বি (অনার্স), এল.এল.এম (চলমান), আইন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; একজন বার কাউন্সিল এনরোলমেন্ট (এমসিকিউ) পরীক্ষার্থী।
প্রথমেই, বছরে দু’টি পরীক্ষার আয়োজন করার যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
যেহেতু, আমার এবং আমার অসংখ্য সহপাঠীর ব্যাচেলর অব লজ ডিগ্রি সম্পন্ন হয়েছে ২০২৫ সালের জুন মাসে; সার্টিফিকেট উত্তোলনে কিছুদিন সময় ব্যয় হওয়ায় আমি ১৩ জুলাই ২০২৫ তারিখে ইন্টিমেশন জমা দিয়েছি। আমার সহপাঠীদের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা।
এবং যেহেতু, আসন্ন বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ (প্রিলি) পরীক্ষা আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার নোটিশ আমরা ১৯ আগস্ট ২০২৫ তারিখে পেয়েছি;
এবং যেহেতু, আমার এবং আমার সহপাঠীদের পিউপিলেজ ডিউরেশন ওই তারিখে সম্পন্ন হতে আরও প্রায় ১ মাস ১৩ দিন প্রয়োজন (কিছু ক্ষেত্রে কম বা বেশি)। কেবল এই সামান্য সময়ের ঘাটতির কারণে আমরা নোটিশোল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব না। ফলে আমাদের আরও ৬ মাস অপেক্ষা করতে হবে।
সেহেতু, মহোদয়গণের কাছে আমার বিনীত আবেদন— আমাদের সামাজিক ও মানবিক দিক বিবেচনা করে, আসন্ন বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ (প্রিলি) পরীক্ষার তারিখ অনধিক দেড় মাস পিছিয়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবেন।
এন্টিসিপেটরি কৃতজ্ঞচিত্ত-সহকারে,
মোঃ শাহাদাত হোসেন (শাহাদাত সুফল)
এল.এল.বি (অনার্স), এল.এল.এম (চলমান)
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি