নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জনবল নিয়োগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আইন কর্মকর্তা, কর কর্মকর্তা ও আইন সহকারী নিয়োগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জনবল নিয়োগ দেবে। গত ২৪ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। সব পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম : আইন কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে।

গ্রেড: ৯ম

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম : কর কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডেটাবেজসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

গ্রেড: ১০ম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

পদের নাম : আইন সহকারী

পদসংখ্যা: ১টি

আবেদনে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার–সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ও ডেটা এন্ট্রি। টাইপিং স্পিড—বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ।

গ্রেড: ১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

নির্দেশনা ও শর্তাবলি

১. ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন–ভাতা প্রদান করা হবে।

২. ১৫ আশ্বিন ১৪৩২/৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনোক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩. কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫টা।