আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে করার দাবিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মাহমুদুল হাসান সরকারকে আইনি নোটিশ প্রদান করেছেন।
আজ রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রি ডাকযোগে ও ইমেইলে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হয় না। অনেক ক্ষেত্রে কম ভোট পেয়েও প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, অন্যদিকে বিপুলসংখ্যক ভোট সংসদে প্রতিফলন পাচ্ছে না। এর ফলে গণতন্ত্র দুর্বল হচ্ছে, কালো টাকা ও পেশিশক্তি নির্বাচনে প্রভাব বিস্তার করছে এবং জনগণের আস্থা কমে যাচ্ছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচন অবশ্যই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে করতে হবে। এতে প্রতিটি ভোট সমানভাবে মূল্যায়ন হবে, দলীয় ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন হবে এবং ছোট দল ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে প্রতিফলিত হবে। একইসঙ্গে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব হ্রাস পাবে।
আন্তর্জাতিক অভিজ্ঞতার উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, জার্মানি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে ইতিমধ্যেই এই পদ্ধতি সফলভাবে চালু রয়েছে। এসব দেশে গণতন্ত্র ও সুশাসন শক্তিশালী হয়েছে এবং জনগণের আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
এছাড়া নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি সরকার ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।