ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর আইনজীবীদের প্রকাশ্য বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এসআরএফ তাদের বিবৃতিতে উল্লেখ করে, আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর প্রকাশ্য এ হামলা কেবল গণমাধ্যমের স্বাধীনতা নয়, সাংবিধানিক সংবাদ সংগ্রহের অধিকারেও সরাসরি আঘাত। এতে আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার একটি পরিকল্পিত অপচেষ্টা। হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।
এসআরএফ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা ও আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে তারা কঠোর আন্দোলনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বাধ্য হবেন।