পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন নামে এক শিক্ষার্থী।

সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন তার আইনজীবী মানজুর আল মতিন।

আইনজীবী জানান, অমর্ত্য রায় শুধুমাত্র তার প্রার্থিতা ফিরে পেতে রিট করেছেন। তিনি জাকসু নির্বাচন স্থগিতের আবেদন করেননি।

অমর্ত্য রায় জন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৭৯ জন প্রার্থী।

এর মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন। জাকসু নির্বাচনের জন্য ইতোমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করা হয়েছে।