চার মাসের সাজার আপিল নিষ্পত্তি হয়নি ৪৯ বছরেও
উচ্চ আদালত

ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মো. জুলিয়াস সিজার তালুকদারের করা রিটের শুনানি শেষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার আবুল হোসেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ৩ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন জুলিয়াস সিজার তালুকদার। তিনি ভিপি পদে প্রার্থী ছিলেন এবং তার ব্যালট নম্বর ছিল ২৬। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার নাম ও ব্যালট নম্বর বাদ দেওয়া হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন এবং চূড়ান্ত তালিকায় নাম পুনঃঅর্ভুক্ত না করা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনাও চান। কিন্তু আদালত রিট খারিজ করে দেন।

উল্লেখ্য, সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটরের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এর সুপারিশে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগে আইনি লড়াইয়ে নামেন।