আসছে নতুন নিয়ম: রিটার্নের রসিদ ছাড়া মিলবে না সরকারি সেবা
আয়কর রিটার্ন

অনলাইন রিটার্ন জমার প্রশিক্ষণ দেবে এনবিআর

অনলাইন রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতাদের প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। লিংক: https://nbr.gov.bd/form/e-return-training/eng

এই লিংকে প্রবেশ করে করদাতাকে নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই–মেইল এবং প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পর এনবিআর থেকে ই–মেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন জমা বাধ্যতামূলক।

গত বছর থেকে নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রের ব্যক্তি করদাতা, সারা দেশের ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। গত বছরই ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন।

এবার ঘরে বসেই অনলাইনে রিটার্ন তৈরি ও জমা দেওয়ার পাশাপাশি কর পরিশোধ করা যাবে। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো করদাতা রিটার্ন জমার সঙ্গে কর পরিশোধ করতে পারবেন।

একই অনলাইন ব্যবস্থার মাধ্যমে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ ও টিআইএনও ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন করদাতারা।