নির্বাচন কমিশনার নিয়োগে ভারতীয় সুপ্রিম কোর্টের ‘ঐতিহাসিক’ পদক্ষেপ
ভারতের সুপ্রিম কোর্ট

ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ভারতের সুপ্রিম কোর্টে চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ করেছেন বিচারপতি জেকে মহেশ্বরি ও বিজয় বিষ্ণয়ের বেঞ্চ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়।

দেশটির সংবিধান অনুযায়ী পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) এর মাধ্যমে যে কেউ সুবিধাবঞ্চিত গোষ্ঠীর স্বার্থ বা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আদালতে আবেদন করতে পারেন। এই ধারাতেই চারজন আইনের শিক্ষার্থী সুপ্রিম কোর্টে আবেদন করেন ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিলের জন্য।

তাদের যুক্তি ছিল, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক ‘অপারেশন সিন্দুর’-এর পর এত দ্রুত পাকিস্তানের বিপক্ষে খেলায় নামা ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং দেশের সৈন্যদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল।

ম্যাচ বাতিলের শুনানি নিয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করা হলে বিচারপতি জেকে মহেশ্বরি বলেন, “এত তাড়াহুড়ো কিসের? এটি তো কেবল একটি ম্যাচ, হতে দিন।”

আবেদনকারীর আইনজীবী জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাই শুনানি দেরি হলে আবেদন অর্থহীন হয়ে যাবে। কিন্তু বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, “রোববার ম্যাচ হবে, তা নিয়ে আমরা কিছু করতে পারি না। ম্যাচ চলুক।”

আবেদনকারীর পক্ষ থেকে বারবার অন্তত শুনানির অনুরোধ জানানো হলেও বিচারপতিরা আবেদনটি সরাসরি খারিজ করে দেন। বিচারক মহেশ্বরী বলেন, “প্রতিদিনই একপক্ষ, অন্যপক্ষ… একরকম খেলা চলছে… এক বল…” এর মাধ্যমে কার্যত তিনি মামলার ইতি টানেন।

এই পিটিশনটি দায়ের করেন আইনের শিক্ষার্থী উর্বশী জৈনের নেতৃত্বে চারজন শিক্ষার্থী। তারা যুক্তি দেন, এপ্রিলের পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষাপটে পাকিস্তানের বিপক্ষে খেলা জাতীয় মর্যাদাকে আঘাত করবে। তবে সুপ্রিম কোর্ট সেই যুক্তি গ্রহণ না করে আবেদন খারিজ করে দেন।