রাজধানীর সার্ক ফোয়ারা মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী সপ্তাহে এ বিষয়ে পুনরায় শুনানি হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষ থেকে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের উন্মুক্ত স্থানে নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন।
একইসঙ্গে বিনোদন ও অন্যান্য উদ্দেশ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকারে হস্তক্ষেপ না করার নির্দেশও দেন আদালত।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন।
সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি (চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের উন্মুক্ত স্থানে নির্মাণ কার্যক্রম শুরু হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে পরিবেশ সচেতন নাগরিকদের যৌথ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’-এর সমন্বয়ক আমিরুল রাজিবসহ নয়জন বিশিষ্ট নাগরিক রিট আবেদন করেন।
রিট আবেদনকারীরা হলেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, লেখক ও গবেষক পাভেল পার্থ, অধ্যাপক আদিল মোহাম্মাদ খান, আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ এবং গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসান।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে পরে রাষ্ট্রপক্ষ আবেদন করে।