বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার সময়সীমা মোট ৩ ঘণ্টা।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষা কেন্দ্রের তালিকা এবং অন্যান্য নির্দেশনা যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে ( www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।
বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরীক্ষার সকল তথ্যাবলী শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।