মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার বিচার বিভাগে আরো ৯টি নতুন আদালত সৃজন করেছে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা-৪ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন আদালতের বিবরণ
নতুন সৃজিত আদালতের মধ্যে রয়েছে ৭টি যুগ্ম দায়রা জজ আদালত। এখানে শুধুমাত্র ফৌজদারি মামলার বিচার হবে। কোনো দেওয়ানি মামলা এ আদালতগুলোতে চলবে না। বর্তমানে কক্সবাজারে আগে থেকেই ২টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত রয়েছে যেখানে ফৌজদারি ও দেওয়ানি উভয় ধরনের মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়।
একইদিন পৃথক আরেকটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কক্সবাজারে ২টি নতুন পারিবারিক আদালত গঠনের ঘোষণা দেওয়া হয়।
-
পারিবারিক আদালত-১ : কক্সবাজার সদর, ঈদগাঁও, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলাকে অন্তর্ভুক্ত করে বিচার কার্যক্রম চলবে।
-
পারিবারিক আদালত-২ : শুধুমাত্র চকরিয়া ও পেকুয়া উপজেলার পারিবারিক মামলা নিষ্পত্তি করবে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালত
একইদিন প্রকাশিত আরও একটি গেজেট নোটিফিকেশনে কক্সবাজারে ইতিমধ্যে চালু হওয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
আইনজীবী ও সংশ্লিষ্ট মহল মনে করছেন, নতুন আদালত সৃজনের ফলে কক্সবাজারে মামলার জট কিছুটা হলেও কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাবেন।