নাটোরে নিজ বাড়ি থেকে ভাস্কর বাগচি (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে নাটোর পৌরসভার লালবাজার মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ভাস্কর বাগচি ওই এলাকার চান্দু বাগচির ছেলে। তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় ভাস্কর বাগচিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে বাড়ির সিঁড়ির রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাস্কর বাগচি গলায় গামছা বা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ ও পেছনের ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।