চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালতে কর্মরত শিক্ষানবীশ আইনজীবীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সমিতির আইনজীবী অডিটরিয়ামে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন শতাধিক নবীন আইনজীবী।
প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম।
আলোচক হিসেবে বক্তব্য দেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।
সমিতির সভাপতি আবদুস সাত্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। সঞ্চালনা করেন পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন নির্বাহী সদস্য হেলাল উদ্দিন।
দ্বিতীয় পর্বে আইডি কার্ড বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ. এস. এম. বদরুল আনোয়ার।
আরও পড়ুন : মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
কর্মশালায় বক্তারা বলেন, আইন পেশা স্বাধীন ও মহৎ পেশা, যেখানে শৃঙ্খলা, সততা ও পেশাগত নীতি মেনে চলা অপরিহার্য। বক্তারা নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ ও নৈতিক আচরণ অনুসরণ করার আহ্বান জানান। তারা বলেন, আজকের শিক্ষানবীশ আইনজীবীরাই আগামী দিনের আইন পেশার নেতৃত্ব দেবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন— এডহক কমিটির আহ্বায়ক এ. কে. এম. মকবুল কাদের চৌধুরী, সাবেক সদস্য মুহাম্মদ শামসুল আলম, সিনিয়র আইনজীবী তারিক আহমদ, সেলিমা খানম, মুহাম্মদ কবির হোসাইন, কাশেম কামাল, জাফর ইকবাল, এ. এন. এম. মাইনুল চৌধুরী রনি, কাজী আশরাফুল হক আনসারি জুয়েল, মাহমুদ-উল-আলম চৌধুরী মারুফ, ইয়াছিন আরাফাত সাজ্জাদ ও জোবায়ের হোসেন শিবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, নির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি, মেজবাহ্ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান ডালিয়া, সাজ্জাদ কামরুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “একজন ভালো আইনজীবী হতে হলে কঠোর পরিশ্রম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জরুরি। শিক্ষানবীশ আইনজীবীদের বিচারপ্রার্থী জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”