কায়রো, ৮ অক্টোবর ২০২৫: বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, যিনি পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (JATI) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিশিয়াল স্টাডিজ (NCJS) পরিদর্শন করেছেন।
এই সফর বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সফরকালে প্রধান বিচারপতি মিশরের বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে।
বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, এবং বিচার বিভাগ আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার (Dr. Mohamed Emad El-Naggar)।
আলোচনায় উভয় পক্ষ আইনের শাসন সুদৃঢ়করণ, বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিচার প্রশিক্ষণের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।
সফর শেষে উভয় প্রতিষ্ঠান—JATI ও NCJS—যৌথ প্রশিক্ষণ কর্মসূচি ও বিচারক-প্রশিক্ষকদের জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়।
সংশ্লিষ্টদের মতে, এই সফর বাংলাদেশের বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়ায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এটি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিচার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।