‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’ (বিইউবিটি) আইন বিভাগের ৩১তম ইনটেকের প্রাক্তন শিক্ষার্থী মো. মুজিবুল হক (দুর্জয়) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বুলা)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পৃথক দুই বিবৃতিতে বুলার সভাপতি অ্যাডভোকেট মো. আকরামুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. রাশিদুল ইসলাম নিহত দুর্জয়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুর্জয় মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মো. মুজিবুল হক (দুর্জয়) মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর গ্রামের শামসুল হকের পুত্র ছিলেন। তিনি বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বুলা)-এর সদস্যও ছিলেন।