বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের প্রতিটি জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ দিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি নং–১৯/২০২৫ জারি করা হয়।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সানুগ্রহ আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটগণ একযোগে অপরাধ আমলে গ্রহণ, তদন্ত তদারকি, জামিন শুনানি, রিমান্ড শুনানি, এফিডেভিট সম্পাদনসহ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন।
এর ফলে বিচারিক কার্যক্রমে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না।
এই প্রেক্ষিতে মামলার দ্রুত নিষ্পত্তি ও বিচার কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির জন্য বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের কিছু অংশকে শুধুমাত্র বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু অংশকে শুধুমাত্র আমলি আদালত হিসেবে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা–৫ এর ৯ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক নং ১০.০০.০০০০.১২৯.১৮.০৩৮.২০.১৫১২ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।