আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদে পেশ করা হবে।
তিনি বলেন, “সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ছিল বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও বিষয়টি রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছি। কিছু বিষয়ে মতভিন্নতা রয়ে গেছে, তবে সেটি নিয়ে আরেকটু আলোচনা প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন, “কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে যাবে। পরিষদ যদি মনে করে, এটি পাস করা হবে। আমার ধারণা, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় পাবে।”
বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “আগের সরকারের আমলে দেখা যেত, সরকারি দলের লোকেরা বিরোধী দলের লোকজনকে হুমকি দিতো। এখন আমরা দেখছি, উপদেষ্টা পরিষদের সদস্যদেরও বিভিন্ন দল ও পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে। আমি এটাকে গণতান্ত্রিক উত্তরণের ভালো দিক মনে করি। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তারাও যেন সমালোচনা শুনতে প্রস্তুত থাকেন।”
জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে কি না—এমন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, “উনারা কী করবেন আমি জানি না। তবে আমি বিশ্বাস করি, যেভাবে তারা নিষ্ঠার সঙ্গে পুরো আলোচনায় অংশ নিয়েছেন, সেই ধারাবাহিকতায় জুলাই সনদেও স্বাক্ষর করবেন।”
আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “আমাদের সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানাতে চাই—আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো দ্বিতীয় চিন্তা বা বিকল্প পরিকল্পনা নেই।”