সিঙ্গাপুর: জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আদালতে মিথ্যা রায়ের উদ্ধৃতি দেওয়ায় এক আইনজীবীকে ব্যক্তিগতভাবে ৮০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৬২০ মার্কিন ডলার) জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত রায়ে সহকারী রেজিস্ট্রার তান ইউ কুইং বলেন, আদালতে এআই-সৃষ্ট কাল্পনিক রায়ের উদ্ধৃতি দেওয়া, ইচ্ছাকৃত হোক বা না হোক, “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।
তিনি বলেন, “এ ধরনের আচরণের গুরুতরতা শুধু বিচারিক সময়ের অপচয় বা প্রতিপক্ষের অপ্রয়োজনীয় ব্যয় নয়, বরং এটি জনসাধারণের কাছে আইনজীবী পেশার প্রতি আস্থা ও মর্যাদায় ফাটল ধরায়।”
রেজিস্ট্রার আরও বলেন, আদালত এমন অনৈতিক আচরণ কখনোই মেনে নেবে না।
ঘটনার পটভূমি
মামলাটি দায়ের করেছিলেন তাজউদ্দিন গুলাম রাসুল ও মোহাম্মদ ঘৌস তাজউদ্দিন। তাঁদের আইনজীবী ছিলেন ডি.এল. ল’র লালওয়ানি অনিল মাঙ্গান। অভিযুক্ত পক্ষ সুরাইয়া হাজা মোহিদ্দিনের পক্ষে ছিলেন অ্যাডেল ল’র উমর আবদুল্লাহ মাজেলি।
সুরাইয়া হাজা মোহিদ্দিন নির্ধারিত সময়ে প্রতিক্রিয়া না জানানোয় তাঁর বিরুদ্ধে ডিফল্ট জাজমেন্ট দেওয়া হয়। পরে তিনি রায়ের বিরুদ্ধে আবেদন করেন।
এই আবেদনের প্রক্রিয়ায় জুন ২০২৫ সালে বাদীপক্ষের আইনজীবী লিখিত যুক্তিতে একটি মামলার উদ্ধৃতি দেন, যা পরে দেখা যায় পুরোপুরি কাল্পনিক এবং কোনো আইনি রেকর্ডেই নেই।
‘এআই অ্যাপ থেকে এসেছে মিথ্যা রায়’
আদালতের জিজ্ঞাসায় আইনজীবী লালওয়ানি স্বীকার করেন যে উদ্ধৃতিটি আসলে অস্তিত্বহীন। তিনি বলেন, “এই কাজটি আমার এক জুনিয়র আইনজীবী করেছিলেন, যিনি সদ্য বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি সম্ভবত কোনো এআই অ্যাপ ব্যবহার করেছিলেন।”
তিনি আরও বলেন, “আমি বিষয়টি বুঝতে পারার পরই তা সংশোধন করেছি। আদালতকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্য ছিল না।”
সহকারী রেজিস্ট্রার তান ইউ কুইং বলেন, আদালতে এআই-সৃষ্ট মিথ্যা রায় উদ্ধৃতির এই প্রবণতা এখন একটি “বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়”, যা অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে।
আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত
রেজিস্ট্রার তান বলেন, “আদালত এআই ব্যবহারে নিরপেক্ষ অবস্থান বজায় রাখে, কিন্তু আদালতে জমা দেওয়া সব তথ্যের যথার্থতার পূর্ণ দায় থাকে আইনজীবীর উপর।”
তিনি আরও বলেন, “একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে এআই-সৃষ্ট মিথ্যা রায় উদ্ধৃতি কোনোভাবেই সহ্য করা হবে না।”
ফলে আদালত লালওয়ানি অনিল মাঙ্গানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ৮০০ সিঙ্গাপুর ডলার জরিমানার নির্দেশ দেন।
সূত্র : সিএনএ