নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড শুরু

বাংলাদেশ বার কাউন্সিল জানিয়েছে, আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা আগামী ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে।

বার কাউন্সিলের বিশেষ বিজ্ঞপ্তি (নং-বিবিসি/এনরোল/২০২৫/২৭৪৪, তারিখ: ১৬-১০-২০২৫ইং) অনুযায়ী, প্রার্থীরা ২৪ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইট http://bar.teletalk.com.bd থেকে নিজ নিজ User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রবেশপত্রে প্রার্থীর ছবি সংযুক্ত থাকবে এবং সেটি রঙিন প্রিন্টে (color print) নিতে হবে। যারা অনলাইনে আবেদন ও ফি প্রদান সম্পন্ন করেছেন, তাদের সুবিধার্থে বার কাউন্সিল কর্তৃপক্ষ আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে User ID ও Password পুনরায় SMS করে পাঠাবে।

পরীক্ষার রোল নম্বর অনুযায়ী কেন্দ্রের তালিকা যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত সকল আপডেট ও নির্দেশনাও একই ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, এই হাইকোর্ট পারমিশন পরীক্ষা আইনজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সফল প্রার্থীরা হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনার অনুমতি (High Court Permission) পান।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, জেলা ও দায়রা জজ।