বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) আগামী ১ নভেম্বর (শনিবার) অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (১৮শ বিজেএস) পরীক্ষার প্রাথমিক পরীক্ষা (Preliminary Examination) আয়োজন করছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক পরীক্ষা ঢাকাস্থ দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে — সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ৮৫, কাকরাইল, রমনা, ঢাকা-১০০০।
কেন্দ্র ও রোল নম্বর বণ্টন
-
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ: রোল নম্বর ১০০১ থেকে ৩৭০০ পর্যন্ত
-
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ: রোল নম্বর ৩৭০১ থেকে ৭১২৩ পর্যন্ত (মোট ৩,৪২৩ জন পরীক্ষার্থী)
পরীক্ষার্থীদের আসন বিন্যাস আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখে কমিশনের ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) ও সংশ্লিষ্ট কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
সময়সূচি ও প্রবেশ সংক্রান্ত নির্দেশনা
-
পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু: সকাল ১০টা ১৫ মিনিট থেকে
-
সর্বশেষ প্রবেশের সময়: সকাল ১০টা ৫৫ মিনিট
-
পরীক্ষা শুরু: সকাল ১১টা
-
পরীক্ষা শেষ: দুপুর ১২টা
সকাল ১০টা ৫৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশের সময় পরীক্ষার্থীদের প্রবেশপত্রের ছবি ও হাজিরা তালিকার ছবি যাচাই করা হবে।
পরীক্ষার ধরন ও নিয়মাবলি
-
প্রাথমিক পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
-
পরীক্ষার্থীদের কালো কালির বলপেন ব্যবহার করতে হবে।
-
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
-
প্রশ্নপত্রে কোনো সেট কোড না থাকলে বা উত্তরপত্রের (OMR Sheet) কোড না মেললে পরীক্ষার আগে তা পরিবর্তন করতে হবে।
-
উত্তরপত্র ছেঁড়া, ভাঁজ বা বিকৃত হলে তা বাতিল গণ্য হবে।
-
পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ।
-
প্রবেশপত্রের ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি না মিললে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।
-
পরীক্ষার শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।
কমিশনের ওয়েবসাইটে পরীক্ষার নিয়মাবলি সংবলিত PDF নির্দেশিকা ও ভিডিও ক্লিপ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের তা দেখে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।