‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’ (বিইউবিটি) আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী মো. আবু সাইদ আজ সকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বুলা)।
আরও পড়ুন : ফরিদপুরে ট্রাকচাপায় আইনজীবী নিহত, সহকর্মীদের দাবি ‘রহস্যজনক মৃত্যু’
শোকবার্তায় সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মো. আকরামুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. আবু সাইদ ছিলেন বিইউবিটি আইন ও বিচার বিভাগের ৪৪তম ইনটেকের প্রাক্তন শিক্ষার্থী। সহপাঠী ও সহকর্মীরা তাঁকে একজন নম্র, মেধাবী এবং দায়িত্বশীল হিসেবে স্মরণ করছেন।

